Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কাউলজানী ইউনিয়নের ইতিহাস

১৯১৩ সনে টাংগাইল থানা থেকে দশটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় বাসাইল থানা। সেই সময় দশটি ইউনিয়নের নামঃ (১) বাসাইল,(২) হাবলা,( ৩) কাঞ্চন পুর,(৪) কাশিল,(৫) কাউলজানী,(৬) ফুলকী,(৭) ডুবাইল,(৮) যাদব পুর,(৯) হাতিবান্ধা,(১০) গজারিয়া। ১৯৭৬ সানে সখিপুর থানা প্রতিষ্ঠার সময়ে যাদবপুর, হাতিবান্ধা ও গজারিয়া ইউনিয়ন সমোহ সখিপুর থানার অন্তরভূক্ত হয়। ১৯৮৩ সনে ডুবাইল বাসাইল থেকে বিচ্ছিন্ন হয়ে দেলদুয়ার উপজেলায় চলে যায়। ১৯৮৩ সনে অবশিষ্ঠ ৬টি ইউনিয়নের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয় বাসাইল উপজেলা। বাসাইল উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে কাউলজানী অন্যতম এ্কটি ইউনিয়ন।