সংÿÿত বর্ণনা | : বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলাধীন ২নং কাউলজানী ইউনিয়নের সুন্না গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি গ্রামের উত্তর পূর্ব পাশে একটি দ্বিতল ভবন সহ চারটি টিনের ঘর নিয়ে প্রতিষ্ঠিত। বিদ্যালয়ের সামনে একটি খেলার মাঠ এবং মাঠের দÿÿন পাশ দিয়ে বংশাই নদী প্রবাহিত। বিদ্যালয়ের সাথেই পশ্চিম পাশে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, একটি বাজার, একটি আলিম মাদ্রাসা, একটি কিন্টার গার্ডেন স্কুল আছে। বিদ্যালয়ে পয় নিষ্কাশন সহ পানির ব্যবস্থা ভাল। বিদ্যালয় টি জেলা থেকে ২০ কিলোমিটার পূর্বে, উপজেলা সদর থেকে উত্তর পূর্বে কোনে অবস্থিত। স্কুলটি মুলত নিচু এলাকায় অবস্থিত। |
ইতিহাস | : ১৯৬৭ সালে অত্র এলাকার হিতৈষী জনসাধারন এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করার লÿÿ্য পর পর কয়েকটি সভা করে। ঐ বৎসরে ডিসেম্বর মাসে এক সভায় সর্ব সম্মতিক্রমে সুন্না ইউনাইটেড উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার সিদ্ধামত্ম গৃহীত হয়। অবশেষে ০১-০১-১৯৬৮ সাল থেকে বিদ্যালয়টির কার্যক্রম চালু করা হয়। কিন্তু এলাকা থেকে বিদ্যালয়টি উন্নয়নে তেমন কোন সারা না পাওয়ায় পুনরায় সভা আহবান করে ব্যক্তির নামে দেওয়ার সিদ্ধামত্ম গ্রহন করে অবশেষে সুন্না গ্রামের তদকালীন প্রভাবশালী দানবীর মরহুম হাজী আববাছ উদ্দিন সাহেবের বংশধরদের কে এ প্রসত্মাব দেওয়া হলে তারা রাজী হয়ে হাজী আববাছ উদ্দিনের নাম অনুসারে নাম করন করা হয় সুন্না আববছিয়া উচ্চ বিদ্যালয় । অতঃপর তার বংশধররা বিদ্যালয়ের নামে জমি দান ও বিদ্যালয়ের গৃহ নির্মান সহ আসবাবপত্র তৈরী করেন। বিদ্যালয়টি ০১-০১-১৯৭২ নিম্ন মাধ্যমিক ০১-০১-১৯৮৩ সালে ৯ম শ্রেনী এবং ০১-০১-১৯৮৪ সালে প্রথম মাধ্যমিক স্বীকৃতি লাভ করে এবং ০১-০৬-১৯৮৪ সালে এম, পি, ও ভুক্তি হয়। বর্তমানে বিদ্যালয়টির ৬ষ্ঠ, ৭ম, ৮ম শ্রেণীর ২ টি করে শাখা, বিজ্ঞান শাখা, কম্পিউটার শাখাসহ একটি সুনামধণ্য ও ঐতিহ্যবাহী শিÿা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। |
করেন। বিদ্যালয়টি ০১-০১-১৯৭২ নিম্ন মাধ্যমিক ০১-০১-১৯৮৩ সালে ৯ম শ্রেনী এবং ০১-০১-১৯৮৪ সালে প্রথম মাধ্যমিক স্বীকৃতি লাভ করে এবং ০১-০৬-১৯৮৪ সালে এম, পি, ও ভুক্তি হয়। বর্তমানে বিদ্যালয়টির ৬ষ্ঠ, ৭ম, ৮ম শ্রেণীর ২ টি করে শাখা, বিজ্ঞান শাখা, কম্পিউটার শাখাসহ একটি সুনামধণ্য ও ঐতিহ্যবাহী শিÿা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য | : নিয়মিত ম্যানেজিং কমিটির সদস্য সংখ্যা ১২ জন। কমিটির অনুমোদনের তারিখ ২৩-০২-২০১২ ইং সাল স্বারক নং- ১০২/ক/টাং/৫৮১২। মেয়াদ কাল ১৮-১২-২০১১ থেকে ১৭-১২-২০১৩ সাল পর্যমত্ম। |
বিগত ৫ বৎসরে সমাপনী | : সমাপনী জে,এস,সি, ২০১০ সালে পাশ করেছে ৫৯জন। পাশের হার ৯৩.৬৫%, ২০১১ সালে পাশ করেছে ৬৭জন। পাশের হার ৯০.৫৪%, এস, এস, সি, ২০০৭ সালে পাশ করেছে ২০জন। পাশের হার ৫০%, ২০০৮ সালে পাশ করেছে ২৭জন। পাশের হার ৯৩.১০%,২০০৯ সালে পাশ করেছে ২৯জন। পাশের হার ৫১.৭৯%, ২০১০ সালে পাশ করেছে ৪১জন। পাশের হার ৭০.৬৯%,২০১১ সালে পাশ করেছে ৪৭জন। পাশের হার ৯০.৩৮%। |
শিÿা বৃত্তির তথ্য | : বিদ্যালয়ে উপবৃত্তির সংখ্যা ১১৬ ।এছাড়া প্রাথমিক বৃত্তি ০৩, জুনিয়র বৃত্তি ০৫। |
অর্জন | : জে,এস,সি তে ২০১০ সালে নিজ উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন। ২০১১ সালে ফুটবলখেলায় ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন এবং নিজ উপজেলা রার্নাস আপ । স্কাউট এ জাতীয় জামবুরীতে নিজ কন্টিনজেন্ট-এ প্রথম স্থান অর্জনকারী। |
ভবিষৎ পরিকল্পনা | : আগামীতে পাবলিক পরিÿা সহ আভ্যমত্মরিন সকল পরিÿার ফলাফল শতভাগ নিশ্চিত করা । এবং বিজ্ঞান শিÿার মান উন্নয়রের জন্য একটি পৃথক বিজ্ঞানাগার স্থাপন করা। বিদ্যালয় পাঠাগারে বই এর সংখ্যা বৃদ্ধি করা সহ পাঠ্য ক্রমিক শিÿা জোরদার করা।বিদ্যালয়ে একটি মিলনায়তন স্থাপন করা। |
যোগায়োগ( ইমেইল এড্রেস সহ) | : সুন্না আববাছিয়া উচ্চ বিদ্যালয় । সুন্না, বাসাইল, টাঙ্গাইল। Email : sunnaabbasiahighschool@yahoo.com |
তথ্য নাই
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস