সংক্ষিপ্ত বর্ণনাঃ |
| কাউলজানী লুৎফা-শামত্মা বালিকা উচ্চ বিদ্যালয়টি বাসাইল উপজেলাধীন কাউলজানী গ্রামে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড: মো: শাহ্জাদা চৌধূরীর একক প্রচেষ্টায় ১৯৯২ সনে নারী শিক্ষার উন্নয়নে প্রতিষ্ঠা করেন। |
ইতিহাসঃ |
| কাউলজানী গ্রামের বা অত্র এলাকার নারী শিক্ষার সুযোগ না থাকায় এবং আশে পাশের ১০কিঃমিঃ এর মধ্যে নারী শিক্ষার জন্য পৃথক কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অত্র এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড: মোঃ শাহ্জাদা চৌধূরী এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের অনুরোধে গ্রাম অঞ্চলের নারী শিক্ষার জন্য তার মা এবং স্ত্রীর নামে কাউলজানী লুৎফা- শামত্মা বালিকা উচ্চ বিদ্যালয়টি তার একক প্রচেষ্টায় নিজের অর্থে ০৪/০১/১৯৯২ সনে প্রতিষ্ঠা করেন। ১৯৯৯ সনে জুনিয়র স্কুল হিসেবে স্বীকৃতি লাভ করে এবং ২০০১ সনে এমপিও ভূক্ত হয়। ২০০৩ সনে নবম শ্রেণি খোলার অনুমতি পায় ও ২০০৯ সনে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করে। |
বর্তমান পরিচালনা কমিটির তথ্য: ঃ |
| এডহক কমিটি অনুমোদনের জন্য বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে জমা দেওয়া আছে।
|
বিগত ৫ বছরের সমাপনী ঃ |
| পাশের হার ৯৬%। |
অর্জনঃ |
| এস.এস.সি পরীক্ষায় ৯০.৯০% শিক্ষার্থী কৃতকার্য, জেএসসি পরীক্ষায় ১০০% শিক্ষার্থী কৃতকার্য এবং স্কাউটিং এ উপজেলা পর্যায়ে তাবু জলসায় ১ম স্থান অধিকার, এবং স্কাউটিং ডিসপেস্নতে উপজেলায় ১ম স্থান অধিকার।
|
ভবিষ্যৎ পরিকল্পনাঃ |
| এস.এস.সি ও জে.এসসি পরীক্ষায় পাশের হার ১০০% এ উন্নীত করা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস